সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / শাহজাদপুরে মাদক কারবারিদের হামলায় যুবদলকর্মী নিহত

শাহজাদপুরে মাদক কারবারিদের হামলায় যুবদলকর্মী নিহত

শেরপুর নিউজ ডেস্ক:
মাদক কারবারিদের মারধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজমির হোসেন ওরফে বিপুল সরকার নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর আহত অবস্থায় বিপুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করলে সেখানে অবস্থার অবনতি হয়। পরে তাকে দ্রুত জেলার পার্শ্ববর্তী এনায়েতপুরের বেসরকারি খাজা ইউনুস আলী হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার পর তার মৃত্যু হয়।

বিপুলের বড় ভাই নুরুজ্জামানের অভিযোগ করে বলেন, বিপুল এলাকায় একজন প্রতিবাদী যুবক ছিলেন। মাদকের বিরুদ্ধে কারবারিদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে তিনি। মাদক রোধে এলাকায় পাহার দেওয়ার জন্য বিএনপি-যুবদল নেতাকর্মীদের নিয়ে সে একটি বাঁশের মাচা তৈরির চেষ্টা করে। এতেই ক্ষিপ্ত হয়ে তারা ওপর হামলা চালায় এলাকায় মোকছেদ আলী বগা মেম্বারের ছেলে শহিদুল ইসলাম ও তার সহযোগী সাদ্দাম হোসেন, রুবেল, কাউসার তরিকুল ও মফিজসহ এলাকার ২৫-৩০ জন মাদক কারবারি।

সাবেক কাউন্সিলর আল মাহমুদ বলেন, এলাকায় কথিত সন্ত্রাসী ও উশৃঙ্খল কতিপয় যুবক আছে, যারা প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন করে। তারা একটি তাজা প্রাণকে পিটিয়ে এভাবে হত্যা করে। একজন নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হবে। এটি কি মগের মুল্লুক। আমরা এ হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, খবর পেয়ে আমি নিজেই রাতে ঘটনাস্থলে যাই। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য দুয়েকজনকে থানায় আনা হয়েছে। বিপুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।

Check Also

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পুর্তি

শেরপুর নিউজ ডেস্ক: আজ ২৪ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us