শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার আদমদীঘিতে মরিচক্ষেত থেকে সেচের জন্য বসানো সাতটি শ্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার (২০ এপ্রিল) সকালে আদমদীঘি থানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা লিখিত অভিযোগ করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শিবপুর গ্রামের পূর্ব মাঠে এ চুরির ঘটনা ঘটে। এদিকে চোরচক্র পাম্প ফেরত দেওয়ার জন্য মোবাইল ফোনে টাকা দাবি করছে ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, উপজেলার শিবপুর গ্রামের মাঠে মরিচক্ষেতে সেচ দেওয়ার জন্য জমিতে শ্যালো মেশিনের পাম্প স্থাপন করেন তারা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চোরচক্র ওই শ্যালো মেশিনের সাত পাম্প চুরি করে নিয়ে যায়। এ সময় সেখানে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে চোরচক্রটি।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, চোরচক্রকে শনাক্ত ও আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।