শেরপুর নিউজ ডেস্ক:
ভারতীয় বাংলার ছবির অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন খুব বেশি সময় নিতে চান না। অতি দ্রুত সময়ের মধ্যেই বিয়ে করতে চান। বিয়ের জন্য প্রস্তুতি শেষের পথে।২০১৪ সালে ‘বরবাদ’ ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘পারব না আমি ছাড়তে তোকে,‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’-র মতো ছবি দিয়ে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন।
দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন বনি সেনগুপ্ত আর কৌশানী মুখার্জি। বর্তমানে কৌশানীর ক্যারিয়ার গ্রাফ চোখে পড়ার মতো। প্রেমিকার সম্পর্কে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘কিছু মাস আগেও চিত্রটা এ রকম ছিল না। খারাপ সময়ও দু’জনে একসঙ্গে দেখেছি। এখন ভালো সময় দেখছি। আমরা একে-অন্যের অ্যাচিভমেন্ট উদ্যাপন করি। সেই আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সম্পর্কটা দশ বছর টিকতো না।’
তার কথায়, ‘সম্পর্কে ওঠা-নামা দেখেছি। কিন্তু আবার ছন্দে ফিরতে পেরেছি। কারণ আমাদের দু’জনেরই ইগো নেই। ভালোবাসা আছে।’ দশ বছরের সম্পর্ক। বিয়ে নিয়ে পরিকল্পনা কী? বনির কথায়, ‘খুব বেশি দেরি নেই। আমাদের দু’জনেরই খুব বেশি দেরি করার ইচ্ছে নেই। সবে ফ্ল্যাট বুক করেছি। সবটা রেডি হোক। আগামী বছরের মধ্যে বিয়ে করতে পারব আশা করি। দেখা যাক কী হয়।’
ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত বলেন, ‘এত বছরের ক্যারিয়ারে আমাকে নিয়ে কোনও সিরিয়াস চরিত্রের কথা কোনো পরিচালক ভাবেননি। আসলে অনেকে ভাবেন বনি, অঙ্কুশ, যশ তারা শুধু কমার্শিয়াল চরিত্রেই কাজ করতে পারেন।’ ‘আমাদেরও তো সারভাইভ করতে হবে। সেই জন্যই ভালো কমার্শিয়াল ছবি করি। তার মানে এই নয় অন্য ধারার ছবি করতে চাই না বা করতে পারি না।’