সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / পাকিস্তানে মন্ত্রীকে আলু-টমেটো মারল বিক্ষুব্ধ জনতা

পাকিস্তানে মন্ত্রীকে আলু-টমেটো মারল বিক্ষুব্ধ জনতা

শেরপুর নিউজ ডেস্ক:

পাকিস্তানের সিন্ধু প্রদেশে সরকারি নীতির প্রতিবাদে উত্তাল বিক্ষোভের মুখে পড়েছেন দেশটির ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী খিয়াল দাস কোহিস্তানি।

শনিবার (১৯ এপ্রিল) থাট্টা জেলায় তার গাড়ি লক্ষ্য করে আলু ও টমেটো ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তীব্র নিন্দা জানিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ওই দিন খাল কাটার সরকারি প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। সিন্ধু প্রদেশে পানির প্রবাহ কমে যাওয়ার আশঙ্কায় স্থানীয়রা দীর্ঘদিন ধরেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নতুন সেচ প্রকল্প বাস্তবায়িত হলে নদীর নিম্ন অববাহিকায় জলসংকট আরও প্রকট হবে।

প্রতিমন্ত্রী কোহিস্তানি থাট্টা জেলা দিয়ে যাওয়ার সময় তার গাড়ি ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে তারা আলু ও টমেটো ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন। উত্তপ্ত পরিস্থিতিতে মন্ত্রীর নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান এবং আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার এই ঘটনাকে ‘হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, জনপ্রতিনিধিদের ওপর আক্রমণ কোনোভাবেই বরদাশত করা হবে না। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিন্ধু পুলিশের মহাপরিদর্শক গুলাম নবি মেমনকে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। একইসঙ্গে নিন্দা জানিয়েছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ। এক বিবৃতিতে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।

Check Also

পারমাণবিক অস্ত্রে কে এগিয়ে,পাকিস্তান নাকি ভারত?

  শেরপুর নিউজ ডেস্ক: ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এরপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us