সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সারা দেশে ব্যাপক বজ্রপাত ও ভারি বৃষ্টির শঙ্কা

সারা দেশে ব্যাপক বজ্রপাত ও ভারি বৃষ্টির শঙ্কা

শেরপুর নিউজ ডেস্ক:
সারা দেশে সকালে ও রাতে ব্যাপক বজ্রপাতের শঙ্কা রয়েছে। এ সময় সতর্ক না থাকলে ঘটতে পারে প্রাণহানি।

সোমবার (২১ এপ্রিল) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- আজ ফজরে নামাজের সময় থেকে ব্যাপক বজ্রপাতের আশংকা রয়েছে।

তিনি যেসব অঞ্চলের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করেছেন তা হলো-

 

রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম

রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ,

ময়মনিসংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা

ঢাকা বিভাগ: গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল

সিলেট বিভাগ: সুনামগঞ্জ, হবিগঞ্জ

চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন

তিনি আরও লিখেন, উপরোক্ত জেলাগুলোর কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের অনুরোধ করা যাচ্ছে আজ সকাল ১০ টা পর্যন্ত খেতে কৃষি কাজ করতে যাওয়া থেকে বিরত থাকার জন্য। নিজের অসাবধানতার জন্য বজ্রপাতে আক্রান্ত হয়ে নিজের পরিবারের বিপদে না ফেলার অনুরোধ জানাচ্ছি সবাইকে।

এ ছাড়া তিনি আরও উল্লেখ করেন, ঢাকা শহরের উপরে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে। বিশেষ করে ঢাকা শহরের উত্তর-পূর্ব দিক ও পূর্ব দিকের উপজেলাগুলোর (ধামরাই, উত্তরা, গুলশান, বনানী, ডেমরা) উপরে।

বিশেষ দ্রষ্টব্য অংশে তিনি লিখেন, আজকে বৃষ্টি খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে। ফলে চলমান বৃষ্টি দুপুর ১২ টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে।

বজ্রপাত নিয়ে তিনি আবারও সতর্ক করে লিখেন, ব্যাপক বজ্রপাতের ঝুঁকি রয়েছে আজ রাতে। অনুগ্রহপূর্বক কোনো মানুষ রাতে আম কুড়াতে কিংবা মাছ ধরার জন্য ঘরের বাহিরে যাবেন না। বজ্রপাতের কারণে প্রচণ্ড মৃত্যু ঝুঁকি থাকবে আজ রাত থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত।

Check Also

অর্থনীতি পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

  শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা অর্থনীতিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us