সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / বাঁশঝাড়ে হাত-পা-মুখ বাঁধা গৃহবধূর লাশ

বাঁশঝাড়ে হাত-পা-মুখ বাঁধা গৃহবধূর লাশ

শেরপুর নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে পাতা দিয়ে ঢেকে রাখা এক গৃহবধূর (২৫) হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড়ের পাশে একটি ভুট্টাক্ষেতে পাওয়া গেছে গৃহবধূর জুতা। সোমবার সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৃহবধূর স্বামী গত সপ্তাহে ধান কাটার কাজ করতে কুমিল্লায় জেলায় গেছেন। শাশুড়ির সঙ্গে তিনি বাড়িতে ছিলেন। সোমবার ভোরে ঘরের দরজা খোলা পেয়ে তাকে খুঁজতে শুরু করেন শাশুড়ি। সন্ধান না পেয়ে প্রতিবেশীদের জানান। এরপর প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা বাড়ির পাশের ভুট্টাক্ষেতে গৃহবধূর জুতাজোড়া দেখতে পান। এ সময় ভুট্টাক্ষেতে কোনও ভারী বস্তু টেনে নেওয়ার দাগ দেখেন তারা। সেই দাগ ধরে ভুট্টাক্ষেতের ৩০০ গজ দূরের বাঁশঝাড়ে গিয়ে তার লাশ পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

গৃহবধূর শাশুড়ি বলেন, ‘ভোরবেলা শব্দ পেয়েছিলাম। এরপরে সকালে উঠে দেখি দরজা খোলা। কোনও সময় সে বাইরে গেছে তা বলতে পারছি না। তাকে হত্যা করা হয়েছে। ঘটনার বিচার দাবি করছি আমরা।’

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ‘লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। তার ব্যবহার করা মোবাইলটি পাওয়া গেছে। পুলিশ সুপার এবং সিআইডির দল ঘটনাস্থলে এসেছে। ঘটনার তদন্ত চলছে। এরপর বিস্তারিত জানা যাবে।’

Check Also

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক: স্ত্রীকে ভারতে পাচারের পর হত্যার দায়ে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির যাবজ্জীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us