শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার উপ বিভাগীয় সম্পাদক মো. বেলাল হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে।
বুধবার (২৩ এপ্রিল) রাত ১টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বেলাল হোসেন শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত আবু মুসার ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তাকে ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়েরকৃত নাশকতা ও বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।