সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পুর্তি

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পুর্তি

শেরপুর নিউজ ডেস্ক: আজ ২৪ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের ১২ বছর পূর্ণ হলো। ২০১৩ সালের এই দিনে সাভারে আটতলা রানা প্লাজা ভবন ধসে প্রাণ হারান ১,১৩৪ জন গার্মেন্টস শ্রমিক, আহত হন আরও আড়াই হাজারের বেশি মানুষ। এটি বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

সকাল ৮টা ৪৫ মিনিটে ধসে পড়ে ভবনটি, যেখানে অন্তত ৫টি তৈরি পোশাক কারখানা, একটি ব্যাংক, ও বেশ কয়েকটি দোকান ও অফিস ছিল। আগের দিনই ভবনের ফাটলের খবর পাওয়া গেলে শ্রমিকরা আতঙ্ক প্রকাশ করেছিলেন। কিন্তু কারখানা মালিকরা চাপ প্রয়োগ করে সবাইকে কাজে ঢুকতে বাধ্য করেন।

রানা প্লাজার মালিক সোহেল রানা, যিনি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী হিসেবে পরিচিত, তাকে ঘটনার পর গ্রেফতার করা হলেও এখনো বিচার কার্যক্রম ধীর গতিতে চলছে। এ ঘটনায় ৪০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন মামলায় অভিযোগ গঠন করা হয়।

ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। গার্মেন্টস খাতে নিরাপত্তা ও শ্রমিক অধিকার নিয়ে প্রশ্ন তোলে বৈশ্বিক ক্রেতারা। গঠিত হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স নামে দুটি আন্তর্জাতিক তদারকি সংস্থা।

প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা অনেকে এখনো ভয়াবহ সেই মুহূর্ত ভুলে উঠতে পারেননি। অনেকে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন, অনেক পরিবার আজও আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত।

একাধিক শ্রমিক সংগঠন বলছে, এই ঘটনার ১২ বছর পরেও বিচার অসম্পূর্ণ, ক্ষতিপূরণ অসমাপ্ত ।

Check Also

বাঁশঝাড়ে হাত-পা-মুখ বাঁধা গৃহবধূর লাশ

শেরপুর নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে পাতা দিয়ে ঢেকে রাখা এক গৃহবধূর (২৫) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us