সর্বশেষ সংবাদ
Home / মিডিয়া / সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন কালের কণ্ঠের টিপু

সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন কালের কণ্ঠের টিপু

শেরপুর নিউজ ডেস্ক: অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। সাংবাদিকদের টানা আন্দোলন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিটে জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুরু হয় দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি।

অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিক প্রতিনিধিদল জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করে এবং টিপুর জামিন প্রসঙ্গে আলোচনায় বসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে রিপন বিশ্বাস রোকনুজ্জামান টিপুর জামিনের ব্যবস্থা করেন।

এ বিষয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, সংবাদের স্বাধীনতা গণতন্ত্রের প্রধান স্তম্ভ। একজন সাংবাদিক অন্যায়ের প্রতিবাদ করলে তাকে যদি কারাগারে পাঠানো হয় তাহলে সেটি গোটা সমাজের জন্য হুমকি। টিপুর জামিন সাংবাদিক সমাজের সম্মিলিত ঐক্যের ফল। আমরা চাই কোনো সংবাদকর্মী যেন আর এভাবে নিপীড়নের শিকার না হন। প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

Check Also

সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব দিল গণমাধ্যম সংস্কার কমিশন

শেরপুর নিউজ ডেস্ক: গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে নবম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us