শেরপুর নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে মো. ওবায়দুল (২৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
রবিবার (২৭ এপ্রিল) ভোররাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার গোপালপুর হানিফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে বিএসএফ একটি মরদেহ নিয়ে যাচ্ছিল। পরে গ্রামে এসে জানতে পারি ওই মরদেহটি ওবায়দুলের।
অপর একটি সূত্র দাবি করেছে, সীমান্তের ওপার থেকে মাদক নিয়ে ফিরছিলেন ওবায়দুল। পরে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে যায়।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘এ ঘটনা শোনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।’