Home / বিদেশের খবর / বাদুড় থেকেই করোনার উৎপত্তি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাদুড় থেকেই করোনার উৎপত্তি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট: চীনের শিল্পসমৃদ্ধ নগরী উহান থেকে যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, তখনই এর উৎপত্তি স্থল নিয়ে গোটা বিশ্বে নানা বিতর্ক ওঠে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা দেশগুলোর সরকার ও গণমাধ্যমগুলো দাবি করে- প্রথম ধরা পড়া চীনের উহান থেকেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।

কেউ দাবি করে- চীনের ল্যাব থেকে ছড়িয়েছে; আবার চীন দাবি করছে- মার্কিন সেনারা করোনাভাইরাস ছড়িয়েছেন। খবর ইয়াহু নিউজের।

অবশেষে এসব বিতর্কের অবসান ঘটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার নিশ্চিত করেছে, আসলে প্রাণঘাতী এই করোনাভাইরাস কোত্থেকে ছড়িয়েছে।

জাতিসংঘের এই বিশেষ সংস্থা জানিয়েছে, তাদের হাতে আসা সব প্রমাণাদি বিশ্লেষণ করে তারা জানতে পেরেছে, জৈব গবেষণাগায় নয়, বাদুড় থেকেই এর উৎপত্তি হয়েছে।

সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

তিনি বলেন, চীনের মধ্যাঞ্চলের হুবেইপ্রদেশে দেশটির সরকারি গবেষণাগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কিনা তা খতিয়ে দেখছে তার প্রশাসন। তবে অনেকে তার এমন দাবিকে চীনের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।

তার এই বক্তব্যের এক সপ্তাহ পর মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফেডেলা শায়েব সুইজারল্যান্ডের জেনেভায় একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, প্রাপ্ত সব প্রমাণাদি অনুযায়ী ভাইরাসটি প্রাণী থেকেই মানুষে ছড়িয়েছে।

এটি কোনো গবেষণাগারে তৈরি কিংবা সেখান থেকে ছড়িয়ে দেয়া হয়নি। সম্ভবত এই ভাইরাস বাদুড় থেকেই বিস্তার লাভ করেছে।

তবে প্রাণী থেকে কীভাবে এই প্রাণঘাতী ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Check Also

শ্রীলংকায় তিন সদস্যের মন্ত্রিসভা গঠন

  শেরপুর নিউজ ডেস্ক : শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হরিণী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =

Contact Us