সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / শাহবন্দেগী / শেরপুরে নার্সের রহস্যজনক মৃত্যু

শেরপুরে নার্সের রহস্যজনক মৃত্যু

শেরপুর নিউজ ২৪ ডটনেট: বগুড়ার শেরপুরে মোছা. বিলকিছ খাতুন (৩০) নামের এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত বিলকিছ শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের মো. শাহাজাহান আলীর স্ত্রী ও স্থানীয় একটি বেসরকারী হাসপাতালের নার্স বলে জানা গেছে।
শেরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই নার্সের স্বামী শাজাহান জানায় যে তার স্ত্রী মারা গেছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণও নিশ্চিত হওয়া যায়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. হুমায়ুন কবীর জানান, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত হবার জন্য লাশ ময়নাতদন্ত করা হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীসহ শ্বশুড়বাড়ীর লোকজনকে থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 7 =

Contact Us