শেরপুর নিউজ২৪ ডট নেট: মাত্র ১ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বগুড়ার শেরপুরের কিশোর রাব্বীর (১৪)। রাব্বি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম দক্ষিণপাড়া গ্রামের চাতাল শ্রমিক লিটন মন্ডলের ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
তার পরিবারের সদস্যরা জানান, রাব্বি ঘাড়ের ব্যাথা জনিতকারণে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে নিউরোলজী বিভাগের অধীনে বর্তমানে নিজবাড়িতেই চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য কমপক্ষে ১ লাখ টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্র বাবা-মার পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে।