শেরপুর নিউজ ২৪ ডট নেট: বগুড়ার শেরপুরে চাতাল শ্রমিককে ধর্ষণের অভিযোগে মো. নজরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকা তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে শেরুয়া বটতলার একটি চাতালের নারী শ্রমিক (৪৮) কে জোরপুর্বক ধর্ষণ করে চালকলের সর্দার নজরুল ইসলাম। এ ঘটনায় শনিবার রাতে শেরপুর থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন ওই নারী। এরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শেরপর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Check Also
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবেন ২৮ হাজার ৮০০ জন
শেরপুর নিউজ ডেস্ক: শিক্ষিত বেকার যুবক-যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের উদ্যোগ নিয়েছে …