সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস

অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস

শেরপুর ডেস্কঃ লকডাউন আরও এক সপ্তাহ বাড়লেও অর্ধেক যাত্রী নিয়ে চলবে আন্তজেলায় বাস, ট্রেন ও লঞ্চ। রবিবার (২৩ মে) আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে আন্তজেলা গণপরিবহন চলবে। এর ফলে দেড় মাস পরে আজ থেকেই দূরপাল্লার গণপরিবহন চলাচল করতে পারবে।

গত ১৪ এপ্রিল বিধি নিষেধ জারি করার পর থেকেই সারাদেশের সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সব জেলায় জেলায় স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চলাচলের অনুমতি দেয়া হলেও বন্ধ রাখা হয় দূরপাল্লার গণপরিবহন চলাচল। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় লাখ লাখ শ্রমিক সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে। কর্মহীন এসব পরিবহন শ্রমিকরা গণপরিবহন চলাচল সহ প্রথমে তিনদফা ও পরে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে। এমনকি ঈদের দিনও রাজধানীর বাস টার্মিনাল সহ বিভিন্ন জেলার বাস টার্মিনালগুলোতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

গণপরিবহন চলাচলে বিধিনিষেধ তুলে নেয়ায় দূরপাল্লার বাস চলাচল এর পাশাপাশি ট্রেন ও লঞ্চ চলাচল করতে পারবে। তবে সবাইকেই ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে।

Check Also

অমিত শাহর বক্তব্যে চরম অসন্তুষ্ট বাংলাদেশ, কড়া প্রতিবাদ

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের ঝাড়খন্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 11 =

Contact Us