সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারাল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রবিবার শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। এর মাধ্যমে লঙ্কানদের বিপক্ষে ২০১৮ সালের পর প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে কোমর সোজা করে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। মিরাজ ১০ ওভারে ৩০ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। মোস্তাফিজ ৩৪ রানে ৩ উইকেট এবং সাইফ উদ্দিন ৪৯ রানে ২ উইকেট লাভ করেন।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ২৫৭ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ২২৪ রানে গুটিয়ে যায় ৪৮ ওভার এক বল খেলে।

ম্যাচটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মুশফিকুর রহিম। ওপেনার তামিম ইকবাল করেন ৫২ রান। এর মাধ্যমে নিজের ক্যারিয়ারে ১৪ হাজার রান পূর্ণ করেন তামিম। তাছাড়া এই ম্যাচটিতে একটি উইকেট তুলে নিয়ে সাকিব আল হাসান ক্যারিয়ারে এক হাজার উইকেট পূর্ণ করেন।

ম্যাচটিতে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন কুশাল পেরেরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। অপরদিকে শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন ধনাঞ্জয়া ডি সিলভা।

Check Also

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতের লিড ৩০৮ রান

শেরপুর নিউজ ডেস্ক: চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত শুরু এনেও সেটি ধরে রাখা যায়নি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =

Contact Us