Home / বগুড়ার খবর / বগুড়ায় ইফার উপ-পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন

বগুড়ায় ইফার উপ-পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন

শেরপুর ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আজমল হকের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং অবিলম্বে তার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা আব্দুর রশিদ, হাফেজ মাওলানা কামাল হোসেন, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা ওবাদুল রহমান, সুলতানা ইয়াছমিন সহ বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

এসময় তারা বলেন, ইসলামিক ফাউন্ডশেনর উপ-পরিচালক আজমল হক বিভিন্ন সময় শিক্ষকদের থেকে টাকা দাবি করেন। টাকা না দিলে হয়রানিমূলক শোকজ করেন। তার কথামত ঘুষের টাকা না দেয়ায় অনেক শিক্ষককে বরখাস্ত এবং চাকরিচ্যুত করেছেন। এছাড়াও তার অধিনস্তদের তাবলিগের চিল্লায় যেতে বাধ্য করেন। যদি কেউ চিল্লায় যেতে না চায় তাহলে তার উপর নানাভাবে নির্যাতন চালায়। মানববন্ধন থেকে উপ-পরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপসারন দাবি করেছেন শিক্ষকরা।

 

Check Also

বগুড়ায় চালের বস্তায় ফেনসিডিল : গ্রেপ্তার ১

শেরপুর নিউজ ডেস্ক : বগুড়ায় চালের বস্তায় পাওয়া গেছে দেড়শ’ বোতল ফেনসিডিল। একটি বাসে চালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 2 =

Contact Us