Home / বিনোদন / আঁখি আলমগীরের বাগান করার শখ

আঁখি আলমগীরের বাগান করার শখ

ডেস্ক রিপোর্টঃ দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীরের বাগান করার শখ। কিন্তু তার সেই শক পুরণ হয়নি। তিনি নিজেই এ সর্ম্পকে লিখেছন তার ফেসবুকে। পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হলো..

বাগানের আমার খুব শখ। সময় সুযোগের জন্য কেন যেন বাগানটাই করা হলো না।অথচ আমার শিশুবেলা কেটেছে নানান রকমের ফল ফুল সবজীর বাগানে। তেজগাঁও স্টেশন রোড ছিল দাদার বাড়ী।বিশাল জমির ঠিক মাঝখানে L শেপ এর দোতলা বাড়ী।হরেক রকমের ফল গাছের জন্য দিনের বেলায় যা বাগান বাড়ী মনে হতো রাতেই হয়ে যেত তা ভুতের বাড়ী। ছোট বেলায় কতবার যে ভুতের ভয় পেতাম আর দৌড়ে পালাতাম, এখন বুঝি সব ছিলো বাতাসে দোল খাওয়া গাছের ছায়া। ছায়া ভয় পেয়েছি ঠিক কিন্তু কখন যেন ছায়ার ছন্দ আমি ধরে ফেলেছি বুঝিনি,সাথে সুর ।
আমার গান আমার নাচ ছোট বেলা থেকেই অপ্রতিরোধ্য।

বাড়িতে আসা যেকোন মেহমানের জন্য চা নাস্তার সাথে আমার গানের ফ্রি পরিবেশনা । সবাই বলতো এই মেয়ে নিশ্চয় বড় অভিনেত্রী হবে। খুব রাগ হতো, শুনালাম গান, বলে অভিনেত্রী হবে। তার মানে গানটা ভালো হলো না ? মন খারাপের সাথে জেদ চেপে যেত। ভোর ৫ চায় উঠে প্র্যাকটিস করতাম , ৭ টায় স্কুলে যেতাম।এরপরেও মাত্র একটি ছবিতে (ভাত দে) অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যাই আর সবার আমার গানটাকে পাশ কাটানোর ব্যক্তিগত তাগিদের আগুনে যেন নতুন করে ঘি ফেলা হয়।তবুও থামিনি, অতপর আমি আজকের কন্ঠশিল্পী ।এটাই আমার প্রফেশন, পরিচয়। এবং অবশেষে আমি গানেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করি।এখনও চলছি চলবো, ইচ্ছা এমনটাই আছে।

অনেক অনেক গল্প ,অভিজ্ঞতা ,সাহসিকতা আর ভ্রমনে ভরা আমার জীবন অনেকটাই যাযাবরের মত যার ঘর পালানোর পরেই আবার ঘরে ফিরে আসতে ইচ্ছা হয়। আমার ঘর আমাকে টানে। বাগান নেই, কিন্তু ফুলের মালিক আমি এরপরেও হয়েছি। দুটো ফুটফুটে অসম্ভব ভালো মেয়ের মা আমি ।ওরা এতটাই আমাকে মুগ্ধ করেছে, সুরভিত করেছে যে ঐ বাগান না হওয়ার কষ্ট কিছুটা হলেও কমেছে। এরপরেও বাগান প্রেমি আমি সব কিছুতেই ফুল খুঁজি।আমার ঘরের প্রতিটি কোনায়, বিছানার চাদরে, খোঁপায়, শাড়ীতে এমনকি মোবাইলের কাভারে ফুল আছেই কোন না কোন ভাবে ।হয়তো কখনও এক টুকরো জমি হবে তখন গাছ হবে, ফুল হবে, ওরাই আমাকে খুঁজে নেবে।
যারা বাগান করেন তাদের বলছি সবার বাগান আরো সুন্দর হোক, সুরভিত হোক, জীবন হোক পরিপূর্ন।মাঝে মাঝে আমাকে ছবি তুলতে বেড়াতে আসতে দিলেই আমি খুশী। ❤️🧚‍♀️💗 AA

Check Also

ইন্ডিয়ান ফ্যাশন উইকে স্নিগ্ধতা ছড়ালেন স্নিগ্ধা

শেরপুর নিউজ ডেস্ক: আইএফডিসি প্রেজেন্ট জিআইসিডাব্লিউ ফ্যাশন উইক মাতিয়ে আসলেন ঢাকার মডেল স্নিগ্ধা চৌধুরী। ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =

Contact Us