সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / ৭ আসামির জামিন স্থগিত

৭ আসামির জামিন স্থগিত

শেরপুর ডেস্ক: ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা করেছিল দুর্বৃত্তরা। সেই ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত ১৮ আসামির মধ্যে ৭ জনের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (২৭ মে) এ বিষয়ে রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি এ আদেশ দেন। আগামী ৩০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এটি শুনানি হবে।

গত সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে সাতক্ষীরা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ ৭ আসামিকর জামিন দেয়া হয়।

আদালতে জামিন আবেদনকারীপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গাজী মহসীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

এ মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ ১৮ জন হাইকোর্টে জামিন আবেদন করেন।

Check Also

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 17 =

Contact Us