সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / লকডাউন শেষ হচ্ছে: তথ্যমন্ত্রী

লকডাউন শেষ হচ্ছে: তথ্যমন্ত্রী

শেরপুর ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দীর্ঘমেয়াদি লকডাউন কোনো সমস্যার সমাধান নয়। দুই-একদিনের মধ্যে লকডাউনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। কারণ জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় ঘটাতে হয়। এছাড়া সকল বিধিনিষেধ আমাদের মেনে চলতে হবে।

শুক্রবার (২৮ মে) দুপুরে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জের দলীয় নেতাকর্মীদের মধ্যে করোনা কিট প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রচুর মানুষ দিন আনে দিন খায়। করোনাভাইরাসের শুরুতে যারা আমাদের সমালোচনা করে তারাসহ অনেক বিদেশি মিডিয়াও আশঙ্কা প্রকাশ করে বলেছিল, বাংলাদেশের হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে। করোনা ও অনাহারে রাস্তায় লাশ পড়ে থাকবে। আল্লাহর অশেষ রহমত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ফলে তেমন হয়নি। করোনার ১৪ মাসে একজন লোকও না খেয়ে মারা যায়নি।

Check Also

কক্সবাজারে ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত

শেরপুর নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নামে সেনাবাহিনীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 8 =

Contact Us