Home / ছবি কথা / প্রকৃতির ঝাড়ুদার কাকের মৃত্যু

প্রকৃতির ঝাড়ুদার কাকের মৃত্যু

শেরপুর নিউজ২৪ ডট নেটঃ কালো পাখি কাককে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার। শনিবার (২৯মে) সকাল একটি কাকের অপমৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদ আব্দুর রাজ্জাক নাসিম।

তিনি আজ সকালে ফেসবুকে যা লিখেছেন পাঠকের জন্য তা তুলে ধরা হলো..

হঠাৎ কাক পাখির আহাজারি, এগিয়ে গিয়ে দেখি বৈদ্যুতিক খুটির পাশেই মাটিতে পড়ে আছে মৃত ১ টি কাক। উপরে শত শত কাকের আহাজারি, হাতে নিয়ে মৃত্যুর কারণ জানার চেষ্টা করে কিছুই বুঝতে পারলাম না। তবে পোড়ার গন্ধ পেলাম, আমার ধারণা বৈদ্যুতিক কোন কারণেই প্রকৃতির ঝাড়ুদার কাক পাখিটির অপমৃত্যু! ২৯মে ২০২১ ইং শনিবার সকাল ৪ টা ৫৮ মিনিট। ঘটনাস্থল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড।

Check Also

যেসব স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

শেরপুর নিউজ ডেস্ক: গত কয়েক দিন ধরে দেশের অধিকাংশ জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার গরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Contact Us