সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকাদান শুরু

আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকাদান শুরু

শেরপুর ডেস্কঃ সব আবাসিক শিক্ষার্থীকে উভয় ডোজ টিকা দেওয়ার পরই খুলে দেওয়া হবে পাবলিক বিশ্ববিদ্যালয়। আগামী সপ্তাহে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে অনাবাসিক শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে। দু-একদিনের মধ্যে স্থগিত সেমিস্টার পরীক্ষাগুলো নেওয়ার ঘোষণা দেওয়া হবে। শিক্ষাজীবন রক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি পদ্ধতির এ পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া সেশনজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন বিভাগের পাঠ্যসূচি ‘কাস্টমাইজড’ (জ্ঞানগত প্রয়োজনের নিরিখে অপরিহার্য অংশ) করা হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কাস্টমাইজড সিলেবাসের ভিত্তিতে কোর্স ও ক্লাস কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বিষয়গুলো চূড়ান্ত করবে। সোমবার বহুপক্ষীয় ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন ছাত্রছাত্রীরা। এর পরিপ্রেক্ষিতে বহুপক্ষীয় ভার্চুয়াল সভার আহ্বান হয় বলে জানা গেছে।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনসহ শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, করোনাবিষয়ক জাতীয় কারিগরি কমিটির প্রধান, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

Check Also

প্রথম নারী উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

  শেরপুর নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন বরিশাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twenty =

Contact Us