সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / শপথ নেয়ার পরেই শেরপুরে গণপরিবহনে চাঁদাবাজি শুরু

শপথ নেয়ার পরেই শেরপুরে গণপরিবহনে চাঁদাবাজি শুরু

শেরপুরনিউজ২৪ডটনেটঃ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ গ্রহণের পরপরই বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শুরু হয়েছে গণপরিবহনে চাঁদাবাজি।

মঙ্গলবার (১ জুন) সকাল থেকে মহাসড়কের স্থানীয় বাসষ্ট্যান্ড এবং কোচ টার্মিনালে দেখা গেছে এই দৃশ্য।

একদিকে করোনাকালের লকডাউন, তাছাড়া কোন কমিটি না থাকায় দীর্ঘদিন এই চাঁদা আদায় বন্ধ ছিল। সরেজমিন দেখা গেছে, দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে ৮০ থেকে ১০০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে।

অথচ হাতে ধরিয়ে দেয়া হচ্ছে শ্রমিক ইউনিয়নের ২০ টাকা, মোটর মালিক সমিতির ৩০ টাকা ও পৌরসভার ২০ টাকা এই ৭০ টাকার চাঁদার রশিদ।

একটি সুত্রে জানা গেছে, এতদিন শ্রমিক ইউনিয়নের কোন কমিটি ছিল না। গত বৃহস্পতিবার (২৯মে) নতুন কমিটি শপথ নিয়েছে। তাই আবারো এই চাঁদা তোলা হচ্ছে।

Check Also

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে: আইএসপিআর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে: আইএসপিআর শেরপুর নিউজ ডেস্ক : জনসাধারণের জান-মাল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + three =

Contact Us