সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশ

বগুড়ায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশ

শেরপুর ডেস্কঃ গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে জিডিপিতে অন্তর্ভূক্ত, নারী নির্যাতন বন্ধসহ আরও কয়েকটি দাবিতে বগুড়ায় মানববন্ধন সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনটির অন্য দাবিগুলো হলো, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, বাল্য বিবাহ রোধ করা, করোনাকালে কর্মহীন হয়ে পড়া নারীদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা।

মঙ্গলবার ( ১জুন) বেলা ১২ টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

এ কর্মসূচির সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা কমিটির আহ্বায়ক দিলরুবা নূরী। বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(বাসদ) জেলা কমিটির আহ্বায়ক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা কমিটির নেতা রাধা রানী বর্মন, রেনু বালা, আকলিমা বেগম, তাহমিনা আক্তার অ্যানিসহ আরো অনেকে।

Check Also

শাজাহানপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে বগুড়ার শাজাহানপুরে জাতীয় কন্যা শিশু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =

Contact Us