সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / পপগুরু আজম খানের মৃত্যুর ১০ বছর

পপগুরু আজম খানের মৃত্যুর ১০ বছর

শেরপুর ডেস্কঃ একটা তারা ঝরে গেছে। সেই তারার জন্য কেঁদেছিল দেশের কোটি কোটি সংগীতপ্রেমী মানুষ। আজও কোটি হৃদয়ে তিনি রয়ে গেছেন ভালোবাসার আলপনা হয়ে। নিজের গানের সুরে সুরে রয়ে গেছেন লাল সবুজ বাংলাদেশের বুকে।

বীর মুক্তিযোদ্ধা, সংগীতের সংগ্রামী মানুষ, পপগানের পথপ্রদর্শক গুরুর কথা কি ভোলা যায়?

পপগুরু আজম খানের কথাই বলছি। আজ এ প্রিয় মানুষটির হারিয়ে যাওয়ার দিন। দেখতে দেখতেই দশ বছর কেটে গেল তার প্রস্থানের।

২০১১ সালের ৫ জুন পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন আজম খান। তারপর থেকে ৫ জুন মানে দেশের সংগীতপিপাসু মানুষের কাছে শোকের দিন। এই দিনটিতে নানাভাবে তাকে স্বরণ করে থাকেন গানপাগল মানুষরা।

আজম খান দেশীয় ফোক ফিউশনের সাথে পাশ্চাত্যের যন্ত্রপাতির ব্যবহার করে বাংলা গানের এক নতুন ধারা তৈরি করেছিলেন। অনেকে তাকে বাংলাদেশের বব মার্লে বা বব ডেলান বলেও সম্মানিত করে থাকেন।

Check Also

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের ২১ দফা

  শেরপুর নিউজ ডেস্ক: আত্মপ্রকাশ করল চলচ্চিত্রের বিভিন্ন অংশীজন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + fourteen =

Contact Us