সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ৩টি করে গাছ লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান

৩টি করে গাছ লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান

শেরপুর ডেস্কঃ সবাইকে অন্তত একটি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে প্রত্যেককে মোট ৩টি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান তিনি। কেবল গাছ লাগানোই নয়, একই সঙ্গে গাছের যত্ন নিতেও বলেন প্রধানমন্ত্রী।

শনিবার (৫ জুন) গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেইসঙ্গে আমি সব দেশবাসীকে আহ্বান জানাবো, যার যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগান।

তিনি বলেন, ৩টা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর সেটা যদি না পারেন একটা করে হলেও লাগাবেন। আমরা চাই যে একটা ফলজ, একটা বনজ, একটা ভেষজ এ ধরনের গাছ লাগাবেন। পরিবেশ রক্ষায়, নিজের আর্থিক সচ্ছলতা ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা।

Check Also

ভারত ছাড়ছেন শেখ হাসিনা

শেরপুর নিউজ ডেস্ক: ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − four =

Contact Us