সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ বিটিআরসি’র

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নির্ধারণ বিটিআরসি’র

ডেস্ক রিপোর্টঃ ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা। তারই ধারাবাহিকতায় শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এক রেটে চালাতে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। রোববার (৬ জুন) এক অনুষ্ঠানে বিটিআরসি থেকে এই প্যাকেজ তিনটির দাম জানানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার (০৫ জুন) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ বিষয়ে বলেন, রোববার (৬ জুন) বেলা ৩টায় ভার্চ্যুয়াল মিটিংয়ে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, প্রথম প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ৫০০ টাকা, গতি ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। দ্বিতীয় প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ৮০০ টাকা, গতি ১০ এমবিপিএস এবং তৃতীয় প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা আর এর গতি হতে পারে ২০এমবিপিএস।

ইন্টারনেট সেবাদাতারা এ বিষয়ে জানিয়েছেন, এই দাম কার্যকর হওয়ায় রাজধানী ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্রতি প্যাকেজে ১০০-২০০ টাকা করে কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ব্যবহারকারীরা বেশি সুবিধা পাবেন।

Check Also

ভারত ছাড়ছেন শেখ হাসিনা

শেরপুর নিউজ ডেস্ক: ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =

Contact Us