সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

শেরপুর ডেস্কঃ বগুড়ায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন(৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) ভোরে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের বারপুর এলাকায় সুবিল খালের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার মৃত সবুজ হোসেনের ছেলে।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রশিদ জানান, টমেটো বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন- ১৯- ৩৪৪০) ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে নাবিল পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪-৭২৭৯) রংপুরের দিকে যাচ্ছিল। ভোরের দিকে শহরতলী এলাকায় ওই বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাক চালক আবুল হোসেন মারা যান।

তিনি আরও জানান, নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকের হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

 

Check Also

আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাদকসেবীর কারাদন্ড

  সান্তাহার (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকায় মাদক সেবনের দায়ে ছয় মাদকসেবীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 15 =

Contact Us