Home / দেশের খবর / রাজশাহীতে লকডাউন শুরু

রাজশাহীতে লকডাউন শুরু

শেরপুর ডেস্কঃ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে রাজশাহী নগরীতে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। শুক্রবার (১১ জুন) জুম্মার নামাজের পর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বিকেল ৫টার আগে থেকেই মোড়ে মোড়ে মাইকিং করে বাইরে থাকা লোকজনকে দ্রুত বাড়িতে চলে যেতে বলতে থাকেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বিকেলে সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে বিশেষ প্রস্ততি গ্রহণ করে প্রশাসন। পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে টহল দিয়ে মাইকিং করতে থাকেন। এরইমধ্যে বন্ধ করে দেওয়া হয় শহরের সকল প্রবেশদ্বার। পুলিশ কাটাখালি চিনিকল, নওদাপাড়া আমচত্বর, কাশিয়াডাঙ্গাসহ কয়েকটি পয়েন্টে কঠোরভাবে অবস্থান নিয়ে উপজেলা থেকে শহরমুখী সকল যানবাহন ফিরিয়ে দেয়। অনেক যাত্রী পুলিশকে অনুরোধ করে প্রবেশের চেষ্টা করেও ঢুকতে পারেন নি। বাধার মুখে বিকল্প রাস্তা দিয়ে শহরে প্রবেশ করেন তারা।

Check Also

ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল:১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

  শেরপুর নিউজ ডেস্ক: জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন কর্মকর্তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =

Contact Us