সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / আবারো জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

আবারো জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

শেরপুর ডেস্ক: হঠাৎ আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তার মৃদু অদৃশ্য রক্তক্ষরণ (ডিআই ব্লিডিং) হচ্ছে।

রবিবার (১৩ জুন) সকালে তার হঠাৎ করেই জ্বর আসে। শরীরে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় বিকেলে মেডিকেল বোর্ড পর্যালোচনা বৈঠক করেছে। বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল, তা নিয়ে চিন্তিত বোর্ডের চিকিৎসকরা। এর আগে ২৭ মে একবার জ্বর হয়েছিল খালেদা জিয়ার।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার প্যারামিটারসগুলো ওঠানামা করছে। চিকিৎসকেরা সে অনুযায়ী, পরবর্তী চিকিৎসা দিচ্ছেন।

বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, সকাল বেলা এক মেডিকেল বোর্ডের এক চিকিসৎক জানিয়েছেন, ম্যাডামের জ্বর এসেছে। তিনি কিছু খেতেও পারছেন না। অদৃশ্য রক্তক্ষরণ হওয়ার কারণে তিনি বেশি দুর্বল হয়ে পড়েছেন।

Check Also

দেশে ফিরলেন মাওলানা মিজানুর রহমান আজহারী

  শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =

Contact Us