Home / বিদেশের খবর / আসছে করোনার ট্যাবলেট

আসছে করোনার ট্যাবলেট

শেরপুর ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা সংক্রমণ দূর করতে ট্যাবলেট বানানো হচ্ছে। করোনা প্রতিরোধী ট্যাবলেট পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পেয়েছে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক।

 

শুক্রবার (০১ অক্টোবর) সংস্থাটি বলছে, করোনা প্রতিরোধী ট্যাবলেটি পরীক্ষামূলকভাবে করোনা আক্রান্তদের খাওয়ানো হলে মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছে। কোভিড আক্রান্তদের হাসপাতালে রোগীর চিকিৎসার ব্যাপারে সাফল্য পেয়েছে মেরেক।

অংশীদার প্রতিষ্ঠান রিজব্যাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে এ ওষুধের জরুরি ব্যবহারের অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছে মেরেক।

 

 

মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের জন্য অন্য দেশের ওষুধ নিয়ন্ত্রণক সংস্থার কাছেও অনুমতি চাইবে মেরেক ও রিজব্যাক বায়োথেরাপিউটিকস।

 

অনুমোদন পেলে এটাই হবে কোভিড চিকিৎসায় প্রথম অনুমোদিত মুখে খাওয়ার ওষুধ। একে করোনা মহামারি রোধে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পাওয়ার পর ওই ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করেছে মেরেক ও রিজব্যাক।

Check Also

নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০০

শেরপুর নিউজ ডেস্ক: নাইজেরিয়ায় একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটেছে। এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =

Contact Us