শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলার ৩নং খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকালে খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধ আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রদীপ কুমার রায়, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তপন কুমার চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সদস্য সাবেক অধ্যক্ষ শামসুল আলম জয়, সদস্য এ্যাড. গোলাম ফারুক, শেরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ, সহ সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, আওয়ামী লীগ নেতা শাহজামাল সিরাজী, আব্দুল ওয়াহাব, মো. শাহাদত হোসেন, যুবলীগ নেতা আফাজ উদ্দিন লিটন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মো. আয়নাল হককে সভাপতি, মো. আব্দুল হান্নানকে সহ সভাপতি, মো. সেলিম রেজাকে সাধারণ সম্পাদক ও প্রভাষক মো. হাবিবুল্লাহ বেলালীকে যুগ্ম সম্পাদক করে খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।