শেরপুরনিউজ২৪ডটনেটঃ দৈনিক ভোরের কাগজের অনলাইনে ভিডিও সংবাদ প্রকাশের পর অবশেষে ভাগ্য খুলছে বগুড়ার দৃষ্টিহীন এসএম বাহারের।
রবিবার (১৩ মার্চ) দুপুরে তাকে নিজ কার্যালয়ে ডেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সুদমুক্ত ঋণ ও এবং জেলা প্রশাসকের দপ্তর থেকে অনুদানে টাকা দিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এছাড়াও তার কর্মসংস্থান সৃষ্টিতে জেলা প্রশাসন ব্যবস্থা নিবে বলে জানা গেছে।
উল্লেখ্য, বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এসএম বাহার অদম্য মেধাবী হিসাবে অনার্স ও মাষ্টার্স পাস করলেও তার কোথাও চাকুরী হচ্ছিল না। এ নিয়ে ২০২১ সালের ১৬ মার্চ ভোরের কাগজের অনলাইনে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৃষ্টি আকৃষ্ট হলে তোড়পাড় সৃষ্টি হয়।
সোনাতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো আরিফুর রহমান জানান, দৃষ্টিপ্রতিবন্ধী বাহার মাসিক ৭শ টাকা প্রতিবন্ধী ভাতা পেতেন। এছাড়া চাকুরী না থাকায় তার উর্পাজনের কোন মাধ্যম নেই। তাই তাকে বাড়ির পার্শ্বে দোকান করার জন্য ৩০ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেয়া হয়েছে। এছাড়া তার বায়োডাটা সংগ্রহ করা হয়েছে যাতে তার জন্য উপযুক্ত চাকুরী তাকে দেয়া যায়।
বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, ভোরের কাগজের ভিডিও সংবাদের মাধ্যমে জানতে পেরে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের নিদের্শনা মোতাবেক প্রাথমিক ভাবে তাকে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সুদমুক্ত ঋণ ও অনুদান হিসাবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া তিনি যাতে চাকুরী পান সে ব্যাপারেও আমরাসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ও আন্তরিক রয়েছে।
দৃষ্টিপ্রতিবন্ধী এসএম বাহার জানান, এক বছর পর হলেও ভোরের কাগজের সংবাদের মাধ্যমে যেটুকু পেয়েছি। এবং যে আশ্বাস পেয়েছি তাকে আশা করি জীবনের হতাশা আর থাকবে না । এবার একটা চাকুরী পাব।