শেরপুর ডেস্কঃ রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে গত শনিবার (১২ মার্চ) নিজের অভিনীত সিনেমা মুখোশ দেখলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরী মনি। বিকেলে সাড়ে ৪টায় সিনেমাটির একটি শো দেখেন তিনি।
এর একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সিনেমাটির পরিচালক তরুণ নির্মাতা ইফতেখার শুভ।
ভিডিওতে দেখা যায়, কাউন্টারে দাঁড়িয়ে পরী মনি মুখোশের ছয়টি টিকিট চান। এর পর নিজের ব্যাগ থেকে টিকিটের টাকাও দেন কাউন্টারে, তবে টিকিট শেষ হয়ে যাওয়ার মাত্র দুটি টিকিট পান অভিনেত্রী।
এ নিয়ে ইফতেখার শুভ বলেন, শনিবার বিকেলে পরী মনিসহ আমরা কয়েকজন শো শুরু হওয়ার একটু পরে স্টার সিনেপ্লেক্সে যাই, পরীমনিই কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটে। আমাদের পাঁচ-ছয়টা টিকিট দরকার ছিল কিন্তু টিকিট শেষ হওয়ায় মাত্র দুটি টিকিট পেয়েছিলাম আমরা।
গত ৪ মার্চ দেশের ৩৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মুখোশ। তবে ১১ মার্চ নতুন দুটি সিনেমা মুক্তি পেলেও এখনও বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারসহ ৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মুখোশ ।
পরীমনি ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোশান, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরীসহ অনেকে।