শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে বেপরোয়া কোচের চাপায় এক ঔষধ কোম্পানীর গাড়িচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের খেজুরতলা ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মুঞ্জরুল হক মিলন (৩৮) শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে। তিনি বগুড়ায় একটি ঔষধ কোম্পানীতে গাড়ি চালক হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে তিনি পায়ে হেঁটে রাস্তার পুর্বপার্শ্ব থেকে পশ্চিমপার্শ্বে পার হচ্ছিলেন। এসময় রং সাইড দিয়ে একটি বেপরোয়া কোচ তাকে চাপা দিয়ে ঢাকার দিকে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. নাদির হোসেন জানান, খবর পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।