সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় যৌন নিপীড়নের অভিযোগ দুই মেম্বার গ্রেফতার

বগুড়ায় যৌন নিপীড়নের অভিযোগ দুই মেম্বার গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় নারী ইউপি সদস্যকে যৌন নিপীড়নের অভিযোগে দুই পুরুষ ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন বগুড়া সদরের নামুজা ইউনিয়নের পরিষদের সদস্য রুবেল মিয়া ও বজলুর রশিদ। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা।

জানা যায়, গত ১৩ মার্চ বিকালে নামুজা ইউপি পরিষদের হম রুমে টিসিবির কার্ড নিয়ে মেম্বারদের আলোচনা চলছিল। আলোচনা সন্ধ্যার আগেই শেষ করে অন্য সদস্যরা চলে গেলেও রুবেল মিয়া ও বজলুর রশিদ সেখানে বসে ছিলেন। এসময় রুবেল মিয়া ভুক্তযোগী নারী ইউপি সদস্যকে হল রুমে ডেকে নেন এবং তাকে মার্কেট করার জন্য টাকার প্রলোভন দিয়ে জাপটে ধরে যৌন নিপীড়ন চালায়। তখন ওই ভুক্তভোগী নারী সদস্য চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়।

পরের দিন সোমবার রাতে ওই ভুক্তভোগী নারী সদস্য থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই দুই পুরুষ ইউপি সদস্যকে গ্রেফতার করে।

ওসি সেলিক রেজা জানান, গ্রেফতারকৃত দুই ইউপি সদস্যকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Check Also

প্রেমিকার বাড়ির সামনে গাছে প্রেমিকের ঝুলন্ত লাশ

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় আবদুল মমিন (২২) নামের এক যুবকের ঝুলন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 5 =

Contact Us