সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / গাড়ীদহ / শেরপুরে গাড়ীদহ ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে গাড়ীদহ ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নে আওয়ামী লীগের দুটি সাংগঠনিক ইউনিটে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গাড়ীদহ ইউনিয়ন (পশ্চিম) শাখার সম্মেলন মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।

সম্মেলন উদ্বোধন করেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী মুন্টু। প্রধান বক্তা ছিলেণ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সুলতান মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মোর্শেদ আপেল, শিল্পও বাণিজ্য বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সদস্য এ্যাড. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, এ্যাড. আজমী আরা পারভীন সান্তনা, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি,সদস্য আলহাজ্ব শাহজামাল সিরাজী,আবুল কাশেম মন্ডল, শাহাদত হোসেন প্রমুখ।

এসময় শেরপুর উপজেলা কৃষকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মো. মোজাম্মেলহক সভাপতি ও মতিউর রহমান মতি সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন।

অপরদিকে বিকালে ফুলবাড়ী মাদ্রাসা মাঠে গাড়ীদহ ইউনিয়ন পুর্ব শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভোটের মাধ্যমে সভাপতি পদে মো. শহিদুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম কিরণ নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fifteen =

Contact Us