সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / শিবগঞ্জে ১৬ হাজার ২শত ৩৭ পরিবার পাচ্ছে টিসিবি পণ্য

শিবগঞ্জে ১৬ হাজার ২শত ৩৭ পরিবার পাচ্ছে টিসিবি পণ্য

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনায় শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী রোববার থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ‘এক কোটি পরিবারের’ এসব মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরশেন অব বাংলাদেশ (টিসিবি)।

এ তালিকা করা হয়েছে করোনাভাইরাস মহামারীকালীন নগদ সহায়তা পাওয়া ৩০ লাখ পরিবারের সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যার দারিদ্রতার সূচক, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জেলা, উপজেলা, পৌর সভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ কল্পে সরকার এ ফ্যামিলি রেশন কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে খোলা বাজারে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)র ডিলারের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই কর্মসূচির আওতায় শিবগঞ্জ পৌরসভা সহ ১২টি ইউনিয়নের ৩০টি স্থানে ১০ জন ডিলারের মাধ্যমে ১৬ হাজার ২শত ৩৭ পরিবারের মাঝে ৫৫টাকা কেজি দরে ২কেজি চিনি, ৬৫টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা লিটার দরে ২ লিটার সোয়াবিন তেল সর্বমোট ৪৬০ টাকায় বিক্রয় করা হবে। ২০ মার্চ রবিবার শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ মাঠে ও শব্দলদিঘী সরকারি প্রাথমিক মাঠে পৌর এলাকার ১৩শত ২২ পরিবারে মধ্যে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে খাদ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হবে। ধারাবাহিক ভাবে পৌর এলাকার ৩ হাজার ৭শত দরিদ্র পরিবারের এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধা পাবে। এই কার্যক্রম সফল ভাবে পরিচালনার লক্ষ্যে প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার প্রদত্ত বিভিন্ন নির্দেশনা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকার, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, সাংবাদিক আব্দুর রউফ রুবেল,সোহেল আক্তার মিঠু, পবন কুমার রায়, সাজু মিয়া, রবিউল ইসলাম, রশিদুর রহমান রানা, সোহেল রানা মিন্টু, শাহাবুদ্দীন শিবলী প্রমুখ।

 

Check Also

পুলিশের কাছ থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ফারুক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 16 =

Contact Us