শেরপুর ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে বগুড়া পৌর ছাত্রলীগের উদ্যোগে শনিবার (১৯ মার্চ) বাদ আসর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সাব্বিরের পরিচালনায় দোয়া মাহফিলে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ সভাপতি আবির হোসেন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক সামি আল সাব্বির, আসিফ শেখ, আক্কাছ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ ইমন, পৌর ছাত্রলীগ নেতা আজবিন রিফাত, মহাসিন সিকদার ইমন, আনোয়ারুল, মোহন সহ পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, শেখ হাসিনাসহ শেখ পরিবারের সকলের সুস্থতা কামনা ও দেশ জাতির সমৃদ্ধি কামনা করা হয়।