সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় কার-মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির ইফতার মাহফিল

বগুড়ায় কার-মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির ইফতার মাহফিল

শেরপুর ডেস্কঃ বগুড়া জেলা কার-মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ এপ্রিল) শহরের দত্তবাড়ি সংগঠনের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ্ মোঃ আখতারুজ্জামান ডিউক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শাহ মোঃ আখতারুজ্জামান ডিউক বলেন, মানুষের সেবার মানসিকতা নিয়ে পরিবহন ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লিপ্ত থাকেন। কার মাইক্রোবাস মালিক সমিতির প্রতিটি সদস্য সংগঠনের মাধ্যমে কাজ করে থাকে মানুষের কল্যাণে। বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্ব পরিবহন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত করে যাচ্ছে। যার ফলে সারাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। সকল কার মাইক্রোবাস পরিবহন ব্যবসায়ীকে সৎভাবে উপার্জন করতে হবে। সকলকে সজাগ থাকতে হবে যাতে কেউ যেন পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী লিংকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, দত্তবাড়ি সিএনজি মালিক সমিতির সভাপতি একরামুল কবির মিঠু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক একরামুল হক বাবু, সহ সভাপতি তৌফিকুল আলম বাদল, মাসুদুর রহমান, ফিরোজ পশারী রানা, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, হাজী সজল, পৌর আওয়ামীলীগ নেতা আবু জাফর রাসেল, মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য শামীম শেখ, শ্রমিক নেতা রাকিবুল হাসান মামুন প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগঠন সার্বিক সফলতা ও দেশ জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nine =

Contact Us