সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ!

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ!

শেরপুর ডেস্কঃ পাকিস্তানে বহুল আলোচিত সংসদ অধিবেশন শুরু হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা ইমরান খানের পদত্যাগের বিষয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ায় দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল- এন) নেতা শাহবাজ শরীফ। খবর জিও নিউজের।

শনিবার রাতে জাতীয় পরিষদের ১৩ ঘণ্টার অধিবেশন শেষে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব হারানোর পর এমনটাই ধারণা করছেন দেশটির বিশ্লেষকরা।

সোমবার (১১ এপ্রিল) দেশটির স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১২টা) সংসদের অধিবেশন শুরু হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে শাহবাজ শরীফই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। এর আগে তিনি জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ছিলেন।

শাহবাজ শরীফের বড়ভাই নওয়াজ শরীফও পাকিস্তানের তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। সর্বশেষ ২০১৭ সালে দুর্নীতির কারণে তাকে অযোগ্য ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। বর্তমানে নওয়াজ লন্ডনে অবস্থান করছেন।

Check Also

প্রতিশোধ নিতে পারে হিজবুল্লাহ

শেরপুর নিউজ ডেস্ক: লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জেরে হিজবুল্লাহ প্রতিশোধ নিতে পারে বলে সতর্ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 8 =

Contact Us