Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

শেরপুর ডেস্কঃ বগুড়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলায় স্বামী বুদু মন্ডলকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুর ১ টার দিকে আসামীর উপস্থিতে ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বুদু মন্ডল কাহালু উপজেলার উলখার এলাকা মৃত মেছের আলীর ছেলে। এসব তথ্য জানিয়েছেন মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি এডভোকেট নাছিমুল করিম হলি।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে ভ্যানচালক বুদু মন্ডলের সাথে আলেফা খাতুনের বিয়ে হয়। অভাব-অনটনের কারণে পারিবারিক কলহের জেরে ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঝগড়ার পর স্ত্রী আলেফা খাতুনকে গলাটিপে হত্যা করে বুদু মন্ডল। পরের দিন থানায় বুদু মন্ডলকে একমাত্র আসামি করে নিহতের ভাই আমির আলী কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে একই বছরের ৯ ফেব্রুয়ারি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বুদু মন্ডল। পরে একই বছরের ১৬ মার্চ কাহালু থানার এএসআই আনিছুর রহমান বুদু মন্ডলকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার দুপুরে আদালত মামলার একমাত্র আসামি বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের দেন।

আইনজীবী নাছিমুল করিম হলি বলেন, বিচার চলাকালে আমরা আদালতে সাক্ষী উপস্থাপন করেছিলাম। আদালত সবকিছু বিবেচনা করে মামলার একমাত্র আসামি বুদু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

Check Also

বগুড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে নৈশ কোচের যাত্রী, ২ জন গ্রেফতার

শেরপুর ডেস্কঃ বগুড়ায় শ্যামলী পরিবহন নামে একটি নৈশকোচে ডাকাতি স্টাইলে যাত্রীদের অজ্ঞান করে টাকা, মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =

Contact Us