সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ক্যানসার মুক্তির ওষুধে সফলতা

ক্যানসার মুক্তির ওষুধে সফলতা

শেরপুর ডেস্কঃ ক্যানসারের ওষুধ আবিষ্কারে এবার উল্লেখযোগ্য সফলতা পাওয়া গেছে। ক্যানসারে আক্রান্ত কয়েকজন রোগীকে প্রায় ছয় মাস ধরে ডোসটারলিমাব নামের একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। ওষুধটির জেরে পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের প্রত্যেকেই সুস্থ হয়েছেন। বিশ্বে এবারই প্রথম কোনো ওষুধে ক্যানসারের রোগীদের পুরোপুরি সুস্থ হওয়ার খবর পাওয়া গেল। এ সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। খবর নিউইয়র্ক টাইমসের।

ডোসটারলিমাব ওষুধটিতে গবেষণাগারে তৈরি মলিকিউলস রয়েছে। এ উপাদানটি মানুষের শরীরে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। গবেষকেরা জানান, পরীক্ষামূলকভাবে ১৮ জন ক্যানসার রোগীর ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। সবাই কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ছয় মাস ধরে প্রতি তিন সপ্তাহ পরপর ওষুধটি প্রয়োগের পর তাঁদের শারীরিক পরীক্ষায় দেখা হয় সবাই ক্যানসারমুক্ত হয়েছেন। কারও শরীরে টিউমারের অস্তিত্ব নেই। তাই তাদের আর পুরোনো চিকিৎসা পদ্ধতির কাছে ফিরতে হয়নি।

Check Also

ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র হামলা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর

শেরপুর নিউজ ডেস্ক: ফিলিস্তিন ও লেবাননে তখন ইসরায়েলের বর্বর হামলা চলমান ঠিক সে সময়েই দক্ষিণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =

Contact Us