সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / পদ্মা সেতু দেখে এলেন শেরপুরের ৩ বিএনপি-জামাত নেতা

পদ্মা সেতু দেখে এলেন শেরপুরের ৩ বিএনপি-জামাত নেতা

শেরপুরনিউজ২৪ডটনেটঃ সরকারের অন্যতম সাফল্য স্বপ্নের পদ্মা সেতু দেখে এলেন শেরপুরের তিন বিএনপি-জামাত নেতাসহ ৮ ইউপি চেয়ারম্যান ও ৭ ইউপি সচিব।

শুক্রবার (১০ জুন) রাতে তারা এক সঙ্গে শেরপুর উপজেলা থেকে মাইক্রোবাস যোগে রওনা হন। শনিবার (১১ জুন) তারা ফরিদপুর গিয়ে স্পিডবোটে করে পদ্মা সেতু পরিদর্শন করেন।

পরিদর্শনকারী চেয়ারম্যানদের মধ্যে পিয়ার হোসেন পিয়ার উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী, মো. জাহিদুল ইসলাম মির্জাপুর ইউনিয়ন বিএনপির নেতা এবং আবুল কালাম আজাদ জামায়াতে ইসলামী বাংলাদেশ শেরপুর উপজেলার অন্যতম নেতা। এছাড়া বাকিরা বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

এর মধ্যে শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পদ্মা সেতু দেখে ভালোই লাগলো। দেখার মতো জিনিস হয়েছে একটা। আমাদের এই ভ্রমণে সকল চেয়ারম্যানেরই যাবার কথা ছিলো কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে দুই চেয়ারম্যান যেতে পারেননি।

Check Also

ব্যাকপেইনে করণীয় কী?

শেরপুর নিউজ ডেস্ক: কোমর বা পিঠে ব্যথ্যা নিয়ে মানুষের অস্বস্তি কম নয়। বিশেষ করে যারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =

Contact Us