সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) শেরপুর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনলাইনে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম।

বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, সাপ্তাহিজ আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক ইব্রাহিম খান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিমাই ঘোষ, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, প্রধান শিক্ষক আলী আজগর, ইউপি সচিব মো. আমিনুল ইসলাম, মো. নজরুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় মাদকদ্রব্যের চাহিদা, সরবরাহ ও ক্ষতি কমানোর লক্ষ্যে ওয়ার্ড পর্যায় হতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

Check Also

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে: আইএসপিআর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ক্যাম্প সংখ্যা বাড়ানো হয়েছে: আইএসপিআর শেরপুর নিউজ ডেস্ক : জনসাধারণের জান-মাল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 13 =

Contact Us