Home / দেশের খবর / লাফিয়ে বাড়ছে করোনা

লাফিয়ে বাড়ছে করোনা

শেরপুর ডেস্কঃ গত ১২ দিন ধরে দেশে করোনা শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে একই সময়ে ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ১২ দিনের বুলেটিনের তথ্য অনুযায়ী, ২ জুন ২২ জন, ৩ জুন ২৯, ৪ জুন ৩১, ৫ জুন ৩৪, ৬ জুন ৪৩, ৭ জুন ৫৪, ৮ জুন ৫৮, ৯ জুন ৫৯, ১০ জুন ৬৪, ১১ জুন ৭১, ১২ জুন ১০৯ ও ১৩ জুন ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ৩ দশমিক ৫৬ শতাংশ হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এটি বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Check Also

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ

  শেরপুর নিউজ ডেস্ক: সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − two =

Contact Us