নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউপি নির্বাচন ১৫ই জুন (বুধবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএমের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, ১৬টি কেন্দ্রের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া (অটোরিকশা) প্রতিকে ১১ হাজার ২শত ৭০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মালেক (চশমা) প্রতীকে ৬ হাজার ৯ শত ১৮ ভোট পেয়েছেন। মোঃ জিয়াউর রহমান জিয়া ৪ হাজার ৩৫২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভবেশ চন্দ্র প্রামানিক (ঘোড়া) প্রতীকে ৩ হাজার ৯শত ২৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। মোঃ মোফাজ্জল হোসেন মন্ডল (মোফা) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতিকে ১হাজার ৮শত ৩৪ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৮ম তফসিল অনুযায়ী ১৫ ই জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে। নির্ধারিত তারিখে এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবার বুড়ইল ইউনিয়নে মোট ৬জন চেয়ারম্যন প্রার্থী ভোটে অংশ গ্রহণ করে। বুড়ইল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০হাজার ৩শত ২৬ জন।