Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ৩০ সে.মি উপরে

বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ৩০ সে.মি উপরে

শেরপুর ডেস্কঃ উজানের ঢল আর ভারি বর্ষনে বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সিমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রবিবার (১৯ জুন) দুপুর ১২ পর্যন্ত সারিয়াকান্দিতে যমুনার পানি বিপদ সিমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

ফলে উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় ১৮ হাজার মানুষ পানিবন্দী। ইতিমধ্যেই খাবার পানি, টয়লেট এবং খাবার সমস্যায় পড়েছেন অনেকে। বন্যাতরা কেউ কেউ আশ্রয়ন প্রকল্প, বাঁধ বা অন্যত্র চলে গেছেন । ৬ হেক্টর পাটসহ ধান ও অন্যান্য সবজির ক্ষেত ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদের কথা বলা হলেও এখন পর্যন্ত পানিবন্দী মানুষের কাছে কোন সাহায্য পৌঁছেনি।

সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের রহদহ এলাকায় ৭০০ মিটার বেঁড়ি বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যগ ফেলে সেটি রক্ষার চেষ্টা করছেন ।

Check Also

সারিয়াকান্দিতে এক প্রাথমিক বিদ্যালয়ে ২১ জন শিক্ষার্থী অসুস্থ

রহিদুর রহমান মিলন সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার বুড়ইল সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =

Contact Us