শেরপুর ডেস্কঃ বগুড়ায় আগামী সাতদিন থেমে থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যেবক্ষক শাহ আলম।
তিনি জানান, ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বগুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গড়ে ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, বগুড়ার আকাশ জুড়ে মেঘ থাকবে। এজন্য বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এছাড়া জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৭ ডিগ্রী এবং গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি।