সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / প্রাথমিক স্কুল বন্ধ ২৮ জুন থেকে ১৬ জুলাই

প্রাথমিক স্কুল বন্ধ ২৮ জুন থেকে ১৬ জুলাই

শেরপুর ডেস্কঃ গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। শনিবার (২৫ জুন) সেই নির্দেশনা গণমাধ্যমের হাতে পৌঁছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ মে থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ মে থেকে ২৩ মে’র বদলে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো।

এমতাবস্থায়, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি, ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

Check Also

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপ অনুমোদন

শেরপুর নিউজ ডেস্ক: শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে প্রাথমিকভাবে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + thirteen =

Contact Us